২৬শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৬
অনলাইন ডেস্ক: সাবেক ক্রিকেটার ও খ্যাতনামা ধারাভাষ্যকার আহাতার আলী খান স্যালুট জানালেন টাইগার দলপতি মাশরাফি মুর্তজাকে।
শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলসের মধ্যকার খেলা চলাকালীন সময়ে মাশরাফিকে এই সাকিবীয় স্যালুট দেন আতাহার। পরে তা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ম্যাচে অবশ্য মাশরাফির কুমিল্লাকে ৬ উইকেটে হারিয়ে এবারের আসরে প্রথম জয়ের স্বাদ নেয় মুশফিকের বরিশাল।
সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ডের সঙ্গে শেষ টেস্টে বেন স্টোক আউট হওয়ার পর তাকে স্যালুট জানান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পরে তিনি ব্যাখা দেন, ইংলান্ড বিশ্বাস করে বাংলাদেশ সফর করায় তাকে অভিবাদন জানানোর জন্যই এমনটি করা হয়েছে।
সাকিবের ওই স্যালুটই সাকিবীয় স্যালুট নামে পরিচিত পায়। এরপরে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটও স্যালুট দেন বাংলাদেশ দলকে।
টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কের দায়িত্বও পালন করছেন। তার নের্তৃত্বেই গত আসরে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা।
আতাহার আলী খান এবার চ্যানেল নাইনের ধারাভাষ্যকার হিসেবে রয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশ প্রিমিয়ার লীগের অন্যতম দল দুরন্ত রাজশাহীর প্রধান কোচ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D