সিলেট ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৬
নড়াইলে তিনটি মন্দিরের পুরোহিতকে উড়ো চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার নড়াইল সদর উপজেলার নলদীরচর সর্বজনীন দূর্গা মন্দিরের পুরোহিত সুজিত গোসাই, মহাসষ্মান আগদিয়ারচর সেবা শ্রমের পুরোহিত উত্তম গোসাই এবং সর্বজনীন শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন সেবা আশ্রম, আগদিয়ারচর দাসপাড়ার পুরোহিত বিমল কৃষ্ণ দাসকে হাতে লেখা চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়।
নলদীরচর সর্বজনীন দূর্গা মন্দিরের পুরোহিত সুজিতকে লেখা হয়েছে ‘তোমার চরিত্র ভাল আমরা তোমার কোন ক্ষতি করতে চাইনা। আমাদের কথা না মানিলে গলাকেটে কুকুরের গলায় ঝুলাবো। তাই বলি ভাল হয়ে যাও এবং বৃদ্ধাশ্রমটি কোনোভাবে যাতে চালু না হয়। তাহলে তুই বাঁচতে পারবি না। আমাদের খরচটা দিয়ে দিবি। আমাদের মোবাইল নম্বর ০১৭৯৮৬১৯৪২১।’
আগদিয়ারচর দাসপাড়ার পুরোহিত বিমল কৃষ্ণ দাসকেও দেওয়া চিঠিতেও ওই মোবাইল নম্বর দেওয়া রয়েছে। এতে ২০ হাজার টাকা দাবি করা হয়েছে। মহাসষ্মান আগদিয়ারচর সেবা শ্রমের পুরোহিত উত্তম গোসাইকে ৭ দিনের মধ্যেস্থান ত্যাগ করতে বলা হয়েছে। তা না হলে আমরা তোকে খাব।
জানা গেছে, এসব মন্দিরে হুমকি সম্বলিত চিঠি রাতের আধারে ফেলে রাখা হয়েছে। হুমকি দিয়ে লেখা এসব চিঠির খামে প্রেরকের স্থানে একটি ছাত্রলীগ এবং অপর দুটিতে ছাত্রশিবিরের নাম লেখা হয়েছে। তবে হাতের লেখা একই ধরনের। কেউ কেউ মনে করছেন ভীতি সৃষ্টি করতে কে বা কারা এভাবে লিখে মন্দিরে রেখে গেছেন। তবে মন্দির কমিটির সদস্য ও পুরোহিতরা বিষয়টি থানা পুলিশকে অবগত করেছেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুভাষ বিশ্বাস উড়ো চিঠি দিয়ে হুমকি দেওয়ার বিষয়টি স্বীকার করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, তদন্ত সাপেক্ষ অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। তাদের নিরাপত্তার ব্যাপারে স্থানীয়দের নিয়ে ভিলেজ পার্টি গঠন করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করা হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd