এমপি লিটন হত্যা : সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৭

এমপি লিটন হত্যা : সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জড়িত সন্দেহে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. আহসান হাবীব মাসুদকে (৪২) গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু মোহাম্মদ আশরাফুজ্জামান।

তিনি জানান, এমপি লিটন হত্যায় জড়িত সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ শেষে এমপি লিটন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়।

এর আগে শুক্রবার সুন্দরগঞ্জ পৌর শহরের ৯নং ওয়ার্ড এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ। আহসান হাবীব মাসুদ ওই ওয়ার্ডের আফতাব উদ্দিনের ছেলে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল