৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৬
সিলেটে এমসি কলেজ ও সরকারি কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অসৌজন্যমূলক আচরণ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের একই গ্রুপের দুই উপগ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বুধবার (৭ ডিসেম্বর) এমসি কলেজ ক্যাম্পাসে দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনাটি ঘটে। রঞ্জিত গ্রুপের দুই উপগ্রুপ ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরের অনুসারী নাজমুল ইসলাম ও টিটু চৌধুরীর অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ ঘটনায় টিটু গ্রুপের রাহাতসহ উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শাহপরান থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সাজ্জাদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ এমসি কলেজের ক্যাম্পাস পরিদর্শন করেছেন।
সিলেট শাহপরান থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সাজ্জাদুল হাসান বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D