এমসি কলেজ ও সরকারি কলেজ ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৬

এমসি কলেজ ও সরকারি কলেজ ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ

সিলেটে এমসি কলেজ ও সরকারি কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অসৌজন্যমূলক আচরণ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের একই গ্রুপের দুই উপগ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বুধবার (৭ ডিসেম্বর) এমসি কলেজ ক্যাম্পাসে দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনাটি ঘটে। রঞ্জিত গ্রুপের দুই উপগ্রুপ ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরের অনুসারী নাজমুল ইসলাম ও টিটু চৌধুরীর অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ ঘটনায় টিটু গ্রুপের রাহাতসহ উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শাহপরান থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সাজ্জাদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ এমসি কলেজের ক্যাম্পাস পরিদর্শন করেছেন।

সিলেট শাহপরান থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সাজ্জাদুল হাসান বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল