এমসি কলেজ ছাত্রদলের মিছিলে পুলিশ ও ছাত্রলীগের হামলা:জেলা ও মহানগর ছাত্রদলের নিন্দা

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৭

এমসি কলেজ ছাত্রদলের মিছিলে পুলিশ ও ছাত্রলীগের হামলা:জেলা ও মহানগর ছাত্রদলের নিন্দা

সিলেট এমসি কলেজ ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ও ছাত্রলীগের অর্তকৃত হামলা এবং নেতা কর্মীদের বাসায় পুলিশী তল্লাসীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।
সোমবার (৩০ জানুয়ারী) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ লোকমান বলেন, ছাত্রলীগ সিলেটসহ সারা বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্ঠি করে শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে। ছাত্রদল সর্বদা সাধারণ শিক্ষার্থীদের ন্যায দাবী ধাওয়া আদায়ে কাজ করছে। এমসি কলেজ ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের ছাত্রছায়া ছাত্রলীগের হামলা এবং মিছিল পরবর্তীতে ছাত্রদলের নেতা কর্মীদের বাসা-বাড়িতে পুলিশী তল্লাসী স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের রাজনৈতিক ব্যর্থতা। অবিলম্বে হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের শাসন প্রতিষ্ঠা করুণ অন্যতায় ছাত্র-জনতা কঠোর আন্দোরন কর্মসূচি ঘোষনা করতে বাধ্য হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল