এমসি কলেজ ছাত্রাবাসের পুকুর থেকে মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০১৬

এমসি কলেজ ছাত্রাবাসের পুকুর থেকে মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

sylhet logo gasaসিলেট এমসি কলেজের ছাত্রাবাসের পুকুর থেকে তরিকুল ইসলাম (১৬) নামের এক মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

তরিকুল বালুচর টিভি গেইটের মোহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদরাসার ৮ম শ্রেণীর ছাত্র ও নগরীর খরাদিপাড়া বৈশাখী ৯৩ নং বাসার ফজলু মিয়ার ছেলে।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে কলেজের ছাত্রাবাসের পুকুর থেকে শাহপরাণ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

জানা যায়, গতকাল শনিবার  দুপুর ১২টার দিকে কয়েকজন বন্ধুর সাথে এমসি কলেজ ছাত্রাবাসের পুকুরে সাঁতার কাটতে গিয়ে পুকুরের পানিতে তলিয়ে যায় তরিকুল।

রোববার সকালে তার লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান। পরে শাহপরাণ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল