সিলেট ২৮শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের পুলিশ সুপার (এসপি) ফরিদ উদ্দিন পিপিএম এর পর সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এবার প্রবাসীদের অভিযোগ নিষ্পত্তির জন্য পৃথক আদালত করার দাবি জানিয়েছেন।
সিলেটের পুলিশ সুপারের কার্যালয় থেকে দেয়া এক লাইভ ভিডিওতে প্রধানমন্ত্রীর কাছে প্রবাসীদের জন্য আলাদা আদালত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান ব্যারিস্টার সুমন।
প্রস্তাবিত বিশেষ আদালত শুধুমাত্র প্রবাসীদের অভিযোগের বিষয়গুলো নিষ্পত্তির জন্য হবে জানিয়ে ব্যারিস্টার সুমন লাইভে বলেন, ‘প্রবাসীদের জন্য আলাদা আদালত চাই, আলাদা কোর্ট চাই। কারণ হলো তারাই সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠায় বাংলাদেশে। প্রবাসীদের অবদানের কথা কেউ অস্বীকার করেন না। সব রাজনৈতিক দলই প্রবাসীদের অবদানের কথা স্বীকার করেন। কিন্তু প্রবাসীরা সবচেয়ে বেশি হয়রানির শিকার হন বিমানবন্দরে। এরপরে প্রবাসীদের জায়গা জমি ও বিভিন্ন সমস্যা নিয়ে আদালতে যেতে হয়। পুলিশ চাইলেও আইনের কারণে তাদের সঠিকভাবে সহযোগিতা করতে পারেন না।’
তিনি আরো বলেন, ‘প্রবাসীদের সমস্যা সমাধানের জন্য আলাদা সেল তৈরি করা হয়েছে। বলা হয়েছে প্রায়োরিটি দিয়ে তাদের সমস্যার সমাধান করা হবে। পুলিশ আইনগত কারণে প্রবাসীদের সেভাবে সেবা দিতে পারে না। তাই এখন সময়ের দাবি প্রবাসীদের জন্য একটি আলাদা আদালত গঠন করা।’
এ সময় ব্যারিস্টার সুমন বলেন, ‘আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করছি সিলেটসহ দেশের বিভিন্ন এলাকার প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ হলেও নতুন একটি সিস্টেমের মধ্যে দিয়ে তাদের সমস্যার সমাধান হোক।’
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
প্রধান সম্পাদক : আব্দুল লতিফ নুতন
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd