সিলেট ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, মে ৩১, ২০১৬
বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারন সম্পাদক এস এম জাকির হোসেনের হাতকে শক্তিশালী করতে গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড করুন-
আব্দুল আলীম তুষার
সাধারণ সম্পাদক ,সিলেট মহানগর ছাত্রলীগ
এক সাথে একই সময়ে ১০ লাখেরও বেশি গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড গড়বে বাংলাদেশ ছাত্রলীগ। একই সাথে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লেখাবে এই ছাত্র সংগঠনটি। সারা দেশের সকল মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ এক সাথে সকাল (১১ থেকে ১২ টা) পর্যন্ত আগামী ২৬ জুলাই ফলজ, বনজ ও ঔষদি জাতীয় বৃক্ষের চারা লাগাবেন । এই উপলক্ষে ছাত্রলীগ ২ মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহাজাদা বাসসকে জানান, আগামী জুন ও জুলাই এই দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসুচি পালন করবে ছাত্রলীগ। আগামী ২৬ জুলাই বাংলাদেশের ছাত্রলীগের সকল নেতাকর্মী মিলে এক সাথে একই সময়ে (সকাল ১১ টা থেকে ১২ টা) পর্যন্ত ১০ লাখের অধিক বৃক্ষ রোপণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লেখাবো। ইতোমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি। জানা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ পৃথিবীর ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম। জলবায়ু পরিবর্তনের কারণে আগামী ৫০ বছরে সমুদ্রের উচ্চতা এক মিটার বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে দেশের উপকূলীয় দুই কোটি মানুষ জলবায়জনিত কারণে উদ্বাস্তুতে পরিণত হবে। উপকূল রক্ষা এবং উপকূলীয় মানুষকে সচেতন করতে বাংলাদেশ ছাত্রলীগ ফোরাম এক ঘন্টার (১১ থেকে ১২ টা) এই কর্মসূচি পালনের মাধ্যমে সারা বিশ্বকে বাংলাদেশের উপকূল রক্ষায় এগিয়ে আসার আহবান জানাবে। প্রকল্পটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডভুক্ত করতে ইতোমধ্যেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের সাথে ছাত্রলীগের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। এক ঘণ্টায় ১০ লক্ষ গাছ লাগানো হলে পূর্বে সংঘটিত গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভঙ্গ হবে। ২০১৫ সালের জুন মাসে ভুটানের রাজধানী থিম্পুতে ১০০ জন স্বেচ্ছাসেবকের একটি দল এক ঘণ্টায় ৪৯ হাজার ৬৭২টি গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড গড়েন। এর আগে ভারত ২০১২ সালে ৪০ হাজার ৮৮
৫টি গাছ লাগিয়ে রেকর্ডটি করেছিল। লন্ডনের বিবিসি বার্থিং প্লেসে এক ঘন্টায় ১০০ মানুষ ২৬ হাজার ৪২২টি গাছ লাগিয়েছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd