ঐতিহাসিক বাস পুড়ানোর মামলায় অব্যাহতি পেলেন যারা:

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, মে ২৫, ২০১৬

ঐতিহাসিক বাস পুড়ানোর মামলায় অব্যাহতি পেলেন যারা:

Sylhet JCd Photo --আজ বুধবার সিলেট জজকোর্টে দক্ষিণ সুরমা জি আর-৫২/১২ইং বাসে অগ্নি সংযোগে মামলা থেকে অব্যাহতি পেয়েছেন দক্ষিণ সুরমা ছাত্রদলের সাবেক সভাপতি কোহিনুর আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক কামাল হাসান জুয়েল, মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, জেলা ছাত্রদলের ১ম যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ, মনিরুল ইসলাম তুরণ, লিটন কুমার দাস নান্টু, মোস্তফা কামাল ফরহাদ, এম এ মতিন, সামছুল ইসলাম টিটু, মতি মির্জা, আশিক আলী, তমুস আলীসহ প্রায় ২৭ জন মামলা থেকে অব্যাহত পেয়েছেন।
উল্লেখ্য জননেতা এম ইলিয়াস আলী নিখুজ হবার পর দক্ষিণ সুরমায় গাড়ি পুড়ানোর মামলার আসামী ছিলেন নেতৃবৃন্দ। আদালত মামলার সাথে নেতৃবৃন্দের কোন সম্পৃক্ত না পাওয়া অব্যাহতি প্রদান করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল