সিলেট ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৯
বিশ্বনাথ প্রতিনিধি ::
ওরসের নামে মদ-গাঁজা সেবন, গান-বাজনা ও নারীদের নিয়ে অশ্লীল কার্যকলাপ বন্ধের দাবিতে বৃহস্পতিবার সকালে সিলেটের বিশ্বনাথে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রামে নুরাই শাহ-এর মাজারে ওই ওরসের প্রতিবাদে সর্বস্থরের মুসলিম জনতার ব্যানারে উপজেলা সদরের বাসিয়া সেতুর উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
উপজেলা আল-ইসলাহ সভাপতি ফয়জুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠক আশিকুর রহমান সাঈদ ও ইমরান আহমদের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, উপাধ্যক্ষ মাওলানা আখতার আলী, মুহাদিস মাওলানা নূরুল ইসলাম, উপাধ্যক্ষ লুৎফুর রহমান, শিক্ষক আব্দুল মতিন, সাদিক সিরাজী, উপজেলা তালামীযের সভাপতি আবদুল মুক্তাদির ফয়ছল, উপজেলা জমিয়তের প্রচার সম্পাদক হাসান বিন ফাহিম ও লতিফিয়া ইমাম সমিতির সভাপতি এম এ সুয়েব।কোরআন তেলাওয়াত করেন মাওলানা সাদিকুর রহমান সিরাজী ও দোয়া পরিচালনা করেন মাওলানা নাজিম উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর প্রদানকৃত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নুরাই শাহ মাজারকে কেন্দ্রে করে দশপাইকা গ্রামের কিছু উগ্রপন্থি লোকজন প্রতি বছর ওরসের নামে গান-বাজনার আয়োজন করে মদ-গাঁজা সেবন ও নারীদের নিয়ে অশ্লীলতায় মেতে উঠে। অথচ এই মাজারের পাশে রয়েছে দশপাইকা আলীম মাদ্রাসা, জামে মসজিদ, আবাসিক হাফিজিয়া মাদরাসা, স্কুল-কলেজসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ওরস মোবারকের নামে আয়োজিত মদ-গাঁজা সেবন, গান-বাজনা ও নারীদের নিয়ে অশ্লীল কার্যকলাপ বন্ধের দাবী জানানো হয় স্মারকলিপিতে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd