ওসমানীনগরে বিএনপির নির্বাচনী সভায় সন্ত্রাসী হামলার নিন্দা

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৭

ওসমানীনগরে বিএনপির নির্বাচনী সভায় সন্ত্রাসী হামলার নিন্দা
সিলেট বিভাগীয় ছাত্রদলের নিন্দা সিলেট জেলার আসন্ন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর গোয়ালাবাজারে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় সরকারদলীয় সন্ত্রাসীদের ন্যাক্কারজন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ লোকমান 
ছাত্রদল নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন- ৬ মার্চের আসন্ন ওসমানীনগর উপজেলা নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মঈনুল হক চৌধুরীর পক্ষে গনজোয়ার দেখে সরকারদলীয় নেতাকর্মীরা দিশেহারা হয়ে পড়েছে। তারা ভোটে প্রতিদ্বন্দিতার পথ পরিহার করে গায়ের জোরে ধানের শীষের বিজয় ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র করছে। এরই ধারাবাহিকতায় বুধবার গোয়ালাবাজারে বিএনপি প্রার্থীর নির্বাচনী পথসভায় নগ্ন হামলা চালিয়ে নিরীহ নেতাকর্মীদের রক্তাক্ত করা হয়েছে। এর পরিনতি সরকারের জন্য কল্যানকর হবেনা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে অবিলম্বে এই সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের গ্রেফতার করতে হবে। একই সাথে সরকারদলীয়দের রক্ত চক্ষু উপেক্ষা করে ৬ মার্চের নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল