ওসমানীনগরে বিজয় অনুষ্ঠানে হামলা, জাতীয় পতাকা ছিঁড়ে মাটিতে

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৬

ওসমানীনগরে বিজয় অনুষ্ঠানে হামলা, জাতীয় পতাকা ছিঁড়ে মাটিতে

ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগর উপজেলার মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এতে অনুষ্ঠানের চেয়ার-টেবিল ভাংচুর করে ও জাতীয় পতাকা ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়ার মত ঘটনা ঘটে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে এ হামলার ঘটনা ঘটে।

মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে মিরপুর গ্রামের মুজেফর আলীর ছেলে হাফেজ নুরুল ইসলাম রাফি ও আরও ৩/৪ জন এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের অন্যতম আয়োজক আব্দুল কাইউম জানান, শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে আলোচনা সভার শেষ দিকে যখন অনুষ্ঠানের সভাপতির বক্তব্য চলছিলো, তখন হঠাৎ করেই স্কুলের পেছন দিক থেকে এসে রামদা ও লাঠি নিয়ে মঞ্চে হামলা চালায় স্থানীয় হাফেজ নুরুল ইসলাম রাফি ও আরও ৩/৪ জন। এসময় রাফি রামদা দিয়ে তাঁকে (প্রধান শিক্ষক) কোপ দেয়ার চেষ্টা করে। কিন্তু চেয়ার সামনে এনে তিনি কোপ প্রতিহত করেন ও নিরাপদ দূরত্বে সরে যান। এরপর হামলাকারীরা অনুষ্ঠানের চেয়ার-টেবিল ভাংচুর করে ও জাতীয় পতাকা ছিঁড়ে মাটিতে ফেলে দেয়।

তিনি আরও জানান, রাফিকে চিনতে পারলেও অন্যদের মুখ কাপড় দিয়ে ঢাকা থাকায় তাদেরকে চিনতে পারেননি। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে।

এলাকাবাসী এই হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা আয়োজনের উদ্যোগ নিচ্ছেন বলে জানান তিনি।

ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল