সিলেট ২০শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২১
ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে ৭৭হাজার ভারতীয় বিড়িসহ ২জনকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ।
আটককৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গোয়ালাবাজারে অভিযান পরিচালনা করে বিড়িসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার নগরীকাপন গ্রামের মৃত সিদ্দেক আলীর পুত্র আয়াছ আলী ও নবীগঞ্জ উপজেলার ঢারার পাড় গ্রামের মৃত কালাম উদ্দিনের পুত্র মজনু মিয়া।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট- শেরপুর মিনিবাস থেকে গোয়ালাবাজারে বিড়ি নামানো হচ্ছে এমন খবরে থানা পুলিশ বাস স্টেন্ডে অবস্থান নেয়। তখন বাস থেকে ৪ চার জন ব্যক্তি দুটি বস্তা করে বিড়ি নামানোর সময় পুলিশ অভিযান পরিচালনা করলে ২জন অজ্ঞাত বিড়ি বহনকারী পালিয়ে যায় এবং দুইজনকে পুলিশ আটক করে।
পরবর্তীতে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ওসি শ্যামল বনিক।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd