ওসমানীনগর ও জগন্নাথপুরে বিএনপির ধানের শীর্ষের জয়

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৭

ওসমানীনগর ও জগন্নাথপুরে বিএনপির ধানের শীর্ষের জয়

ওসমানীনগর:

সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের প্রথম নির্বাচনে ৫২ কেন্দ্রের মধ্যে ৫১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী ময়নুল হক চৌধুরী।

৫১টি কেন্দ্র মিলিয়ে ধানের শীষ মার্কা নিয়ে ময়নুল হক চৌধুরী পেয়েছেন ১৯৪৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি ঘোড়া মার্কা নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী পেয়েছেন ১৭৭০৫। তাদের ভোটের ব্যবধান ১৭৫২।

এছাড়া নৌকা মার্কা নিয়ে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আতাউর রহমান পেয়েছেন ৯৭০৩ ভোট এবং লাঙ্গল মার্কা নিয়ে পেয়েছেন ২৩৫২ ভোট।

জগন্নাথপুর:

জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনিত প্রার্থী আতাউর রহমান। ৮৭টি কেন্দ্রে প্রাপ্ত ভোটের সংখ্যার ভিত্তিতে তিনি এগিয়ে রয়েছেন।

৮৭টি কেন্দ্রের মধ্যে বিএনপির আতাউর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৮৬৩টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ আকমল হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ২৩টি ভোট।

জগন্নাথপুর উপজেলা একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৬৭ হাজার ৪৯৯ জন। মোট ৮৭টি ভোট কেন্দ্রের মোট ৪৩২টি বুথে ভোট গ্রহণ হয়েছে।

ওসমানীনগরে বিএনপির জয়লাভ

জগন্নাথপুরে ধানের শীর্ষ এগিয়ে

ওসমানীনগরে ৪০ কেন্দ্রে ভোটে ধানের শীষ এগিয়ে

আনারসের ফলাফল পাল্টে দেয়ার অভিযোগ মুক্তার

জয়ী হবেন ময়নুল ও আতাউর

ওসমানীনগর ও জগন্নাথপুরের নির্বাচন: বিদ্রোহীদের সাথে লড়াই ধানের শীর্ষ এগিয়ে

 

 

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল