সিলেট ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০১৬
সারাদেশের ন্যায় সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দরেও জঙ্গি হামলা ও নাশকতামূলক কর্মকান্ডের শঙ্কায় নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ।
সোমবার সকালে ওসমানী বিমানবন্দরে চোরাচালান বিরোধী এক অভিযান শেষে নিরাপত্তা জোরদারের কথা জানান কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার ড. এ কে এম নুরুজ্জামান।
দিনব্যাপি এ অভিযানে বিমানবন্দরের টার্মিনাল ভবন এবং কার্গো সেকশনে রক্ষিত পণ্যসমূহে অবৈধ হালকা গোলাবারুদ, আগ্নেয়াস্ত্র, বিষ্ফোরক দ্রব্য, মাদকদ্রব্য এবং নাশকতামূলক দ্রব্যের অস্থিত্ব আছে কিনা তা পরীক্ষা করা হয়।
এসময় বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার এ কে এম খায়রুল বাসারসহ বিজিবি, আইনশৃঙ্খলাবাহিনী ও বিমানবন্দরের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দরকে নিরাপদ ঘোষণা করা হয়। পাশাপাশি নিয়মিত তল্লাশী এবং গভীরভাবে অনুসন্ধানের প্রস্তুতি বৃদ্ধি করা হবে বলে জানানো হয়।
ড. এ কে এম নুরুজ্জামান জানান, আন্তর্জাতিক অঙ্গনে সন্ত্রাসবিরোধী কর্মকান্ডে বাংলাদেশের অবদান এবং উজ্জল ভাবমূর্তি ধরে রাখতে এশিয়া প্যাসিফিক অঞ্চলে অবৈধ হালকা অস্ত্র, গোলাবারুদ, বিষ্ফোরক ও মাদক দ্রব্য পাচার রোধে এ অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসাথে পাচারকারী চক্রের কাছে এ অভিযান বাংলাদেশ কাস্টমসের পক্ষ থেকে একটি সতর্কবার্তা।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd