১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩
ওসমানী হাসপাতালে জাতীয় শোক দিবস পালন
অনলাইন ডেস্ক
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূইয়ার নেতৃত্বে হাসপাতাল কর্তৃপক্ষ নানা কর্মসূচি পালন করে। এতে হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক, নার্সিং কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।
কর্মসূচীর মধ্যে ছিল- মঙ্গলবার সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, সকল চিকিৎসক, নার্সিং কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কালো ব্যাজ ধারণ, বিনামূল্যে পরীক্ষাসহ চিকিৎসা প্রদান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, হাসপাতালের রোগীদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ, রক্তদান, আলোচনা সভা এবং মিলাদ ও দোয়া মাহফিল।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূইয়ার নেতৃত্বে বিভিন্ন কর্মসূচীতে উপস্থিত ছিলেন- হাসপাতালের উপ পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্ত্তী, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুবুল আলম, কার্ডিওলজি বিভাগের রেজিস্ট্রার ও স্বাচিপ সিলেটের সদস্য ডা. প্রশান্ত সরকার, সিনিয়র স্টোর অফিসার ডা. জলিল কায়সার খোকন ও ডা. সোহেল আল রাফি, আবাসিক সার্জন (সার্জারি) ডা. মো. আদনান চৌধুরী, ভারপ্রাপ্ত সেবা তত্তাবধায়ক ভারতী রাণী আচার্য্য, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উপদেষ্টা কুমারী রুবি রানী সাহা, মো. জসিম উদ্দিন সরকার, মো. গোলাম রব্বানী, আনোয়ারা বেগম, রেখা রানী, মো. সিরাজুল ইসলাম, ভ্রান্তি বালা দেবী, সহ সভাপতি আছমা আক্তার খানম, মো. আমিনুল ইসলাম, ইয়াসমিন আক্তার, মুন্নী দেব, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক তৃষ্ণা তেরেজা ডি কস্তা, সহ সাধারণ সম্পাদক সুমন চন্দ্র দাস, সহ সাংগঠনিক সম্পাদক এনায়েত আল আমীন, দপ্তর সম্পাদক ইমরান আহমদ তাপাদার, সহ দপ্তর সম্পাদক অর্পণা বর্মন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজির আলম, সহ প্রচার প্রকাশনা সম্পাদক এম এন এ চৌধুরী (শান্ত), বিজ্ঞান ও গবেষণা সম্পাদক সমীর চন্দ্র দাস, সমাজকল্যান বিষয়ক সম্পাদক তানভির আহমদ, সহ সমাজকল্যান বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ, ছাত্র বিষয়ক সম্পাদক মো. কিবরিয়া খোকন, সহ ছাত্রবিষয়ক সম্পাদক তারিক হাসান, কার্যকরী সদস্য সাব্বির আহমদ তাপাদার, ত্বকী তাহমীদ, হাসপাতালের প্রধান সহকারী মো. আবুল কাশেম, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহেদ আলী, ৩য় শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবুল খয়ের, সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন, ৪র্থ শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল জব্বার সহ হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D