২৭শে মে, ২০২২ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, জুন ২৫, ২০২১
কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জের অর্জুন মহালী (২৭) নামের এক চা-শ্রমিকের গাছে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা-বাগানের কবরস্থান এলাকায় একটি আম গাছে রশিতে ঝুলানো বসা অবস্থায় এ লাশটি দেখতে পেয়ে গরু রাখতে আসা রাখাল চিৎকার দিলে আশপাশের মানুষজন জড়ো হয়। অর্জুন পাত্রখোলা বাগানের মসজিদ লাইনের গোপাল মহালীর ছেলে। নিহতের চাচাতো ভাই জাফর মহালী জানান, বৃহস্পতিবার বিকাল থেকে তাকে পাওয়া যাচ্ছিল না।
মানুষের মুখে খবর শুনে এসে দেখেন তার চাচাতো ভাইরে লাশ এটি। তাদের ধারণা তাকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। তার হাতে রক্তের দাগও পাওয়া গেছে। এদিকে, গাছের সাথে লাশ ঝুলে থাকতে দেখে চা-শ্রমিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে বুঝা যাবে এটা হত্যা না আত্মাহত্যা।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D