সিলেট ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯
মৌলভীবাজারের কমলগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা পেয়েছেন ১৩৬১ জন।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সুবিধাভোগীদের হাতে ভাতার ৮৮ লাখ ৬ হাজার ৮শ টাকা তুলে দেন সাবেক চিফ হুইপ ড. মো. আব্দুস শহীদ।
উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলাম ইকবাল মিলন, সহসভাপতি আব্দুল হান্নান, ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল প্রমুখ।
পরে ৮৫৫ জন বয়স্ককে মাসিক ৫০০ টাকা হারে এক বছরের জন্য ৫১ লাখ ৩০ হাজার, ৪৫ জন বয়স্ক চা শ্রমিককে ৫০০ টাকা হারে এক বছরের জন্য ২ লাখ ৭০ হাজার, ১৯৪ জন বিধবা ও স্বামী নিগৃহীতাকে ৫০০ টাকা হারে এক বছরের জন্য ১১ লাখ ৬৪ হাজার ও ২৬৭ জন অসচ্ছল প্রতিবন্ধীকে ৭০০ টাকা হারে এক বছরের জন্য ২২ লাখ ৪২ হাজার ৮শ টাকা বিতরণ করা হয়।
কমলগঞ্জ প্রতিনিধি
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd