২রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, জুন ৩, ২০২০
করোনাক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক চৌধুরী ও সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ইকবাল মাহমুদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ‘করোনা (কোভিড-১৯) পরিস্থিতি পর্যবেক্ষণ সেল’ সিলেট বিভাগীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। বুধবার পৃথকভাবে দুই জনের বাসায় গিয়ে তাদের খোঁজ খবর নেন তার নেতৃত্বাধীন মহানগর বিএনপির একটি প্রতিনিধি দল।
এসময় তারা করোনাক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা মেয়রের কুমারপাড়াস্থ বাসার গেইটে গিয়ে মেয়র পত্নীর খোজ নেন। তাদের পক্ষ থেকে করোনাক্রান্ত মেয়র পত্নীর জন্য মেয়রের বাসার গেটম্যানের কাছে ফলমূল উপহার দেন। এছাড়াও করোনাক্রান্ত হয়ে আইসোলেশনে থাকা সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ৭১ টিভি সিলেট ব্যুরো প্রধান ইকবাল মাহমুদের টুকেরবাজার তেমুখীস্থ বাসার গেইটে গিয়ে ইকবাল মাহমুদের বোনের সাথে আলাপ করে তার শারীরিক অবস্থার খোজ খবর নেন এবং ফলমুল উপহার দিয়ে আসেন। এসময় তারা করোনাক্রান্ত মেয়র পত্নী শামা হক চৌধুরী ও সাংবাদিক ইকবাল মাহমুদ সহ করোনাক্রান্ত সকল রোগীর দ্রুত সুস্থতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, পরিবার কল্যান সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, স্বেচ্ছাসেবক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তারেক আহমদ ও ছাত্রদল নেতা নাজিম উদ্দিন প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D