বাঁধন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, নগরের অনামিকা এ ২৫/১৪ (মেইনরোড)পূর্ব শাহী ঈদগাস্থ এলাকায় ডা: মাহের করিম চৌধুরীর চেম্বার অবস্থিত।
শুক্রবার ও শনিবার ব্যতীত প্রতিদিন রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত রোগী দেখছেন তিনি ।
টিকেটের সংগ্রহের জন্য রয়েছে নির্ধারিত মোবাইল নাম্ভার ( ০১৭৫৩ -১১৪৪০৩)।
যে সকল সেবা প্রধান করছেন তিনি:
* শিশুদের শ্বাসকষ্ট, জ্বর-কাশি,নিউমোনিয়া,খাবারের রুচি না হওয়া ও দিন দিন স্বাস্থ্য কমে যাওয়া, বাচ্চাদের ঘন ঘন ডায়রিয়া হওয়া ও পেটে অসুখ থাকা।
*বুক ধড়ফড় করা, মাথা ঘুরানো, ঘাড় ব্যথা।
*হাত -পা চাবানো -কামড়ানো, শরীরে নিঃশক্তি অনুভব করা।
* বড়দের শ্বাসকষ্ট, হাঁপানি, দীর্ঘদিন ধরে শুষ্ক কাশি হওয়া।
*হাই ব্লাড প্রেসার ও লো ব্লাড প্রেসার হওয়া।
*বুকে জ্বালা পোড়া ও কিছু খাওয়ার পরই বদহজম হওয়া (গ্যাস জমে থাকা)
*ঘন ঘন প্রস্রাব বা প্রস্রাব কমে যাওয়া বা প্রস্রাবে জ্বালা পোড়া করা।
*মাথায় চুল পড়ে যাওয়া এবং স্ক্রীনের বিভিন্ন দাগ হওয়া।
*বিভিন্ন ধরনের চর্মরোগ, সমস্ত শরীর চুলকানি এবং সকল প্রকার রোগের রোগের যত্ন সহকারে চিকিৎসা সেবা প্রধান করা হয়।
* হরমোন বা ডায়াবেটিস জনিত রোগ।
এ বিষয়ে ড:মাহের করিম চৌধুরী বলেন প্রার্দুভাব করোনা ভাইরাসের কারণে দেশের বর্তমান এ সংকটময় পরিস্থিতিতে রাষ্ট্রের সকল নির্দেশনা মেনে তিনি নিয়মিত রোগী দেখছেন তিনি।