সিলেট ১৯শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
নিজস্ব প্রতিবেদক
২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১৯ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এই সময়ে সিলেটে নতুন ৩১ জন রোগী সুস্থ হয়েছেন, এবং আক্রান্তদের মধ্যে কেউ মারা যাননি।
রোববার সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
এনিয়ে সিলেট বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৩৪৪ জন। এদের মধ্যে সিলেট জেলার ৮ হাজার ২০৪ জন, সুনামগঞ্জের ২ হাজার ৪৪৬, হবিগঞ্জের ১ হাজার ৮৭৯ এবং মৌলভীবাজারের ১ হাজার ৮১৫ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ জনেরসহ বিভাগে এই রোগ থেকে সুস্থ হয়ে ওঠেছেন ১৩ হাজার ১৪০ জন। এরমধ্যে সিলেট জেলার ৭ হাজার ৪৯৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৮২ জন, হবিগঞ্জে ১৫৫৬ জন এবং মৌলভীবাজারের ১৭০৫ জন সুস্থ হয়েছেন।
এদিকে গত একদিনে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। রোববার পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যা ২৪২ জন। মারা যাওয়াদের মধ্যে আছেন সিলেট জেলার ১৭৯ জন, সুনামগঞ্জের ২৫ জন, হবিগঞ্জের ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জন।
এদিকে, করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৯৩৯ জন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
প্রধান সম্পাদক : আব্দুল লতিফ নুতন
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd