সিলেট ১৪ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২০
স্পোর্টস ডেস্ক
মহামারী করোনাকালীন বিদেশ ভ্রমণের ঝুঁকি থাকায় আম্পায়ারিংয়ের নীতিমালায় পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বিদেশি আম্পায়ারদের বদলে স্বাগতিক আম্পায়ার ও ম্যাচ রেফারিদের ম্যাচ পরিচালনার নির্দেশনা দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।
আইসিসির এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশের আম্পায়ারদের জন্য অনেক বড় একটি সুযোগ তৈরি হয়েছে।
আইসিসির এ সিদ্ধান্তকে বড় সুযোগ হিসেবে দেখছেন এনামুল হক মনি। ক্রিকেট থেকে অবসরে আম্পায়ারিংকে পেশা হিসেবে বেছে নেয়া জাতীয় দলের সাবেক এই বাঁ-হাতি স্পিনার বলেছেন, অবশ্যই বড় সুযোগ। টেস্ট ম্যাচে আম্পায়ারিং করা সৌভাগ্যের ব্যাপার এবং বিরাট অর্জন।
রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মনি আরও বলেছেন, বাংলাদেশের আম্পায়ারদের জন্য একটা দারুণ সুযোগ হতে যাচ্ছে। এখন পর্যন্ত জানি যে স্বাগতিক আম্পায়াররাই আম্পায়ারিং করবেন। এ সুযোগটা কাজে লাগিয়ে আমরা যদি মাঠে এবং টিভিতে ভালো করতে পারি তাহলে বাংলাদেশি আম্পায়ারদের নিয়ে আইসিসির চিন্তায় পরিবর্তন আসবে।
টেস্ট ক্রিকেটে ২১ বছরের পথচলায় এখনও পর্যন্ত আইসিসির এলিট প্যানেলভুক্ত হতে পারেননি বাংলাদেশি কোনো আম্পায়ার। দেশের হয়ে মাত্র দুটি টেস্ট ম্যাচ পরিচালনা করেছেন এএফএম আখতারউদ্দিন। শওকাতুর রহমান, মাহবুবুর রহমান ও এনামুল হক মনিরা একটি করে টেস্ট ম্যাচ পরিচালনা করেছেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd