২৭শে মে, ২০২২ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২১
নিজস্ব প্রতিবেদক:: করোনা আক্রান্ত দরিদ্র রোগীদের বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করছে বেসরকারী সংস্থা সীমান্তিক। সরকারের পাশাপাশি বেসরকারি এই প্রতিষ্ঠানটি জন্মলগ্ন থেকে সমাজের উন্নয়নমুখী বিভিন্ন কার্যক্রম নিরলসভাবে পরিচালনা করে আসছে। এবার সীমান্তিকের চিফপেট্রন ড. আহমদ আল কবিরের নির্দেশনায় বর্তমান করোনা মহামারির সময় দরিদ্র করোনা রোগীদের সেবা দিতে সীমান্তিক এই মহৎ উদ্যোগটি হাতে নিয়েছে। সিলেট শহরের বাসা-বাড়ীতে অবস্থানরত অস্বচ্ছল দরিদ্র করোনা রোগীদেরকে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করবে সীমান্তিক। এ জন্য ইতোমধ্যেই হটলাইন নম্বর চালু করা হয়েছে। অক্সিজেনের জন্য রোগীর করোনা পজিটিভ সার্টিফিকেট ও জাতীয় পরিচয়পত্র সহ ০১৭০৫-০৪৫৮৭৯ নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে বিনামূল্যে অক্সিজেন।
উল্লেখ্য, করোনার টেস্টের জন্য পিসিআর ল্যাব, ডেন্টাল ইউনিট, ডায়াগনস্টিক সেন্টার, নরমাল ও সিজারিয়ান ডেলিভারী সহ বিভিন্ন সেবা চালু রয়েছে সীমান্তিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে।
এছাড়াও বিস্তারিত যে কোন তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করা যাবে ড.আহমদ আল কবির-সীমান্তিক কমপ্লেক্স, উপশহর পয়েন্ট, সিলেট এই ঠিকানায়।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D