কর্মসূচিতে নিসক্রিয় সভাপতি ও সম্পাদক সহ সিলেট ছাত্রদলের নেতারা

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৬

কর্মসূচিতে নিসক্রিয় সভাপতি ও সম্পাদক সহ সিলেট ছাত্রদলের নেতারা

নিজস্ব সংবাদদাতা:: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের শনিবার ২০ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষনা করা হয়। সেই কর্মসূচি নিয়ে আমরা একটি প্রতিবেদন করি এই শিরোনামে ‘কেন্দ্রীয় কর্মসূচিতে মাঠে নেই সভাপতি-সম্পাদকসহ ৯৭০ ছাত্রদল নেতা’ এই সংবাদ প্রকাশের পর সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মকসুদ আহমদের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক অলি চৌধুরীর পরিচালনায় সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের ব্যানারে ২৫/৩০ জন নিয়ে একটি মিছিলের ছবি ও প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়। প্রেস বিজ্ঞপ্তিটি দেখে মনে হয় কোন ভাবে দায় মুক্ত হলেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতারা। বিশাল পরিধির কমিটিতে সিলেট ছাত্রদলের নেতা ৯৭০ জন যেখানে নেই কোন কর্মী। সেই বিশাল পরিধির কমিটির দায়িত্বশীল কয়েক জন নেতা মিছিল করেন। সিলেট ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সকল ধরনের কর্মসূচি এবং রাজনৈতিক দায়িত্বপালনে পুরোপুরি নিসক্রিয়। সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমান কর্মসূচিতে কোন ধরনের গুরুত্ব দিচ্ছেন না। কোন ভাবে দায় ছাড়ানো ভাব নিয়ে চলছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।
নিম্নে আজ বিক্ষোভ কর্মসূচির প্রেস বিজ্ঞপ্তি:
খালেদা জিয়া’র গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে সিলেট ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নগরীতে এক বিক্ষোভ মিছিল বের করে। শনিবার বিকাল ৪টায় নগরীর জেল রোড পয়েন্ট থেকে নয়াসড়ক পয়েন্টে গিয়ে এক পথসভায় মিলিত হয়। সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মকসুদ আহমদের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক অলি চৌধুরীর পরিচালনায় বক্তারা বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে সরকার ভয় পায় বলেই একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রাণী করে যাচ্ছে এবং অবিলম্বে প্রহসনমূলক মামলায় গ্রেফতারী পরোয়ানা বাতিল করার আহ্বান জানান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার যুগ্ম সম্পাদক অলিউর রহমান অলি, মন্টু কুমার নাথ, সহ সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, কয়েছ আহমদ, হাজী দিনার, প্রচার সম্পাদক তোফায়েল আহমদ, সমাজসেব সম্পাদক জাহেদ আহমদ, সাহিত্য ও প্রকাশণা সম্পাদক কামরান আহমদ, আব্দুল আজিজ মুন্না, যোগাযোগ সম্পাদক আব্দুল বাছিত, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রুবেল আহমদ, যোগাযোগ সম্পাদক রাসেল আহমদ, জুসেফ আহমদ, মিশলু আহমদ রাজ, শেখ ওয়াহিদুজ্জামান সোহান, রাজন ভট্টাচার্য, আহমদ জাকি, জনি, রাসেল খান, আলী ইমরান সাকি, জাহিদ খান, শাহিদ খান, আমিনুল ইসলাম জাহিদ, ফারদিন জাকারিয়া, মিনহাজুল ইসলাম, তাসনিম আহমদ, মাজহারুল ইসলাম শফি, তাওফিক আহমদ, আলিম উদ্দিন, আশফাক, কবির, জাহিদ প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল