সিলেট ৬ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৯
২৫তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দুটি ছবি দেখানো হবে বলে জানা গেছে। দুটি ছবিতেই অভিনয় করেছেন নায়িকা দোয়েল ম্যাশ। ছবি দুটি হলো, নাসির উদ্দিন ইউসুফের ‘আলফা’ ও এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’। ‘একাত্তরের যিশু’ আর ‘গেরিলা’র পর নাসিরউদ্দিন ইউসুফ তৈরি করেছেন ‘আলফা’। ক্ষয়িষ্ণু শিল্পমাধ্যম (বিলবোর্ড, ব্যানার আঁকার কাজ) নিয়ে কাজ করা একজন মানুষের শহরে বাস্তবতার সঙ্গে মানিয়ে নেয়ার গল্প ঘিরে এই ছবি। ছবির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তিনি। মূল চরিত্রে অভিনয় করেছেন আলমগীর কবির ও দোয়েল ম্যাশ। এছাড়াও রয়েছেন এ টি এম শামসুজ্জামান, হীরা চৌধুরী, ইশরাত নিশাত, মোস্তাফিজ নূর ইমরান ও ভাস্কর রাসা।
এদিকে, বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী কবি চন্দ্রাবতীর লেখক হয়ে ওঠার বেদনা-বিধুর জীবন কাহিনি নিয়ে ‘চন্দ্রাবতী কথা’ ছবিটি নির্মাণ করেছেন এন রাশেদ চৌধুরী। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন দোয়েল ম্যাশ। এছাড়াও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, নওশাবা আহমেদ, ইমতিয়াজ বর্ষণ, জয়িতা মহলানবিশ প্রমুখ। এদিকে স্বল্পদৈর্ঘ্য ও তথ্যচিত্র বিভাগে বাংলাদেশের কোনো ছবি রয়েছে কিনা তা জানাতে অস্বীকার করেছেন উৎসব কর্র্তৃৃপক্ষ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd