৮ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২২
বিয়ানীবাজার প্রতনিধি : শিক্ষার্থীদের সম্মাননা প্রদানরে পাশাপাশি প্রথমবাররে মতো কোনো সামাজকি সংগঠন শক্ষিক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করল : আব্দুল মালকে প্রধান শক্ষিক, খললি চৌধুরী আর্দশ বিদ্যানিকেতন
শিক্ষাই জাতরি মরেুদন্ড এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের অনুপ্ররেণা যোগানো বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থা ইউকরে উদ্যোগে ৯ র্মাচ ২০২২ পৌরসভা হলরুমে পৌর উন্নয়ন সংস্থার সভাপতি শামীম আহমদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুজ্জামানের সঞ্চালনায় পৌরসভার অভ্যন্তরে সকল উচ্চ বিদ্যালয় থকেে ২০২১ সালে এসএসসি পরক্ষিায় জপিএি -৫ প্রাপ্ত মোট ৪৯ জন শিক্ষার্থী এবং র্সবোচ্চ ফলাফল(জপিএি-৫) প্রাপ্ততিে খললি চৌধুরী আর্দশ বদ্যিানকিতেন এবং শতভাগ পাশরে জন্য কসবা বালকিা উচ্চ বদ্যিালয় ও নদিনপুর-সুপাতলা বালকিা উচ্চ বদ্যিালয়কে প্রশংসাপত্র ও সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজলো চেয়ারম্যান জনাব আবুল কাশমে পল্লব, প্রধান বক্তা হসিবেে ছলিনে পৌরসভার মেয়র আব্দুস শুকুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা ভােইস চেয়ারম্যান জামাল হোসেন।
তাছাড়া শিক্ষার্থীদের অনুপ্ররেণা দিয়ে বক্তব্য রাখেন খললি চৌধুরী আর্দশ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জনাব আব্দুল মালেক, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শক্ষিক অসিম কান্তি তালুকদার,কসবা বালকিা উচ্চ বদ্যিালয়ের প্রধান সহকারী শিক্ষক নুরুল ইসলাম , পি এইচ জি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবির আহমদ, রোচারিয়ান আলা উদ্দিন আহমদ, বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থা ইউকের প্রেসিডিয়াম সদস্য ও লন্ডন বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। বিয়ানীবাজার ওয়েলফোর ট্রাস্ট ইউকে সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন, উউজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব মোঃ আব্দুল কুদ্দুস টিটু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, প্রমুখ। অনুষ্ঠানে উপস্থতি ছিলেন ট্রাস্টের সহ-সভাপতি আতিক হোসেন, ট্রাস্টের সহ কোষাধ্যক্ষ আবু আহমেদ সরোয়ার, পৌর উন্নয়ন সংস্থা ইউকের প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D