সিলেট ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০১৯
নিজস্ব প্রতিবেদক
নগরীর খুলিয়াটুলায় পাঁচতলা একটি বাসাকে এক তলা দেখিয়ে বিক্রির অভিনব প্রতারণার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় সরকার যেমন বিপুল অংকের রাজস্ব বঞ্চিত হয়েছে তেমনি একটি অসাধু চক্র হাতিয়ে নিয়েছে কয়েক বিপুল অংকের অর্থ। আর এই প্রতারণায় সরাসরি জড়িত সিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর শাহানা বেগম শানু। নগরীর ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডেও এই কাউন্সিলর প্রতারণার আশ্রয় নিয়ে বাসাটি বিক্রি করেছেন।
অনুসন্ধানে জানা গেছে, নগরীর খুলিয়াটুলায় জেএল নং-৯১, আরএসবিএস ৭৬, খতিয়ান নং- ১৪৩ ও ৮৪১, নামজারীকৃত ১৪৬০৯, ডিপি-১২৯১৭, দাগ নং- এসএ- ৩৭৮৩-৩৮৫৩, বিএস ২৬০৬৩ নং দাগ হতে মোয়াজি ০.০১০১ বা এক ডিসিমেল ১ পয়েন্ট বাড়ি রকম ভূমি এবং ঐ মৌজার খতিয়ান নং ছাপা ঐ বিএস ডিপি ১২৩২৬ ও ১২৯১৭ নামজারী ১৪৩৭৩ দাগ নং এসএ ৩৭৮৮ বিএস ২৬০৬৩ হতে মোয়াজি ০.০১৬৪ বা ১ ডিসিমেল ৬৪ পয়েন্ট একত্রে দ্বয় দাগে মোট ২ ডিসিমেল ৬৫ পয়েন্ট ভূমি ৩৭ লাখ ৯০ হাজার টাকা দামে ২০১৮ সালের ১৭ জুলাই সিলেট সদর সাব-রেজিষ্ট্রারী অফিসে কাউন্সিলর শাহানা বেগম শানু ও তার ছেলে রায়হান আহমদ প্রতারণার মধ্যমে ৫৯০২ নং দলিলে তার স্বামী তাজুলের নামে ক্রয়কৃত জায়গার উপর নির্মিত পাঁচ তলার একটি বাসাকে এক তলা দেখিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট উত্তর গ্রামের মৃত মুনছুর আলীর পুত্র মোজাহিদ উদ্দিন আহমদের কাছে বিক্রি করেন। এতে করে সরকার একটি বড় অংকের রাজস্ব থেকে বঞ্চিত হয়। প্রতারণার মাধ্যমে পাঁচ তলা বাসাকে এক তলা দেখিয়ে বিক্রি ও দলিল সৃজন করার ঘটনায় কাউন্সিলর শাহানা বেগম শানুর সাথে সাব-রেজিষ্ট্রার অফিসের একটি দুর্নীতিবাজ চক্র জড়িত ছিল বলে জানা গেছে। তারা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে টাকার একটি অংশ নিজেরা ভাগবাটোয়ারা করে নিয়ে যায় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। শুধু তাই নয় কাউন্সিলর থাকা অবস্থায় শানু পাঁচ তলা ওই বাড়িটি নির্মাণ করলেও সরকারের সংশ্লিষ্ট কোনো দপ্তরকেই তার আয়ের উৎস সম্পর্কে জ্ঞাত করেননি। কাউন্সিলর শানুর এ সময়ে বৈধ কোনো ব্যবসা বাণিজ্য ছিল না। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দেয় শানু কি করে বিশাল অংকের টাকা ব্যয়ে এই পাঁচ তলা বাড়িটি নির্মাণ করলেন।
অন্যদিকে পাঁচ তলা বাড়িটি সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদন নিয়ে নির্মাণ করা হয়েছে কি না এ সম্পর্কেও জানা নেই সিটি কর্পোরেশনের। এ ব্যাপারে সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর শান্তুনু দত্ত শন্তু বলেন, বাড়ি নির্মাণে অনুমোদন রয়েছে কি না আমার জানা নেই। আর পাঁচ তলা বাড়িকে এক তলা দেখিয়ে বিক্রি ও দলিল সৃজন করার বিষয়ে সদর সাব-রেজিষ্ট্রার পারভিন আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি মোবাইল রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে শানুর দায়েরকৃত একটি মামলার আসামী জানান, বাড়িটি ১ কোটি টাকার উপরে বিক্রি হয়েছে এবং এই টাকা প্রথমে কাউন্সিলর শানুর নিজ নামীয় একাউন্ট ইউসিবিএল ব্যাংক, লামাবাজার শাখায় জমা হয় তবে পরে তা কৌশলে অন্যত্র সরিয়ে নেয়া হয়। তাছাড়া কাউন্সিলর থাকার সময় শাহানা বেগম শানুর স্বামী তাজুলের নামে বিভিন্ন জায়গায় নামে-বেনামে প্রচুর সম্পদ রয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশে দেশব্যাপী চলমান শুদ্ধি অভিযানে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ ব্যাপারে অনুসন্ধান করলে শানুর নানা প্রতারণা, অবৈধ সম্পদ অর্জনসহ সরকারের বিভিন্ন সংস্থাকে ফাঁকি দিয়ে প্রতারণার মাধ্যমে বাসা বিক্রির ঘটনাটি বেরিয়ে আসবে বলে এলাকার স্থানীয় লোকজনের অভিমত।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd