কাজলকে ঘৃণা করতেন শাহরুখ

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৬

কাজলকে ঘৃণা করতেন শাহরুখ

skযখন প্রথম দেখা হয়েছিল, তখন কাজলকে ঘৃণা করতেন শাহরুখ খান। বিষয়টি খানিকটা আতকে উঠার মতো হলেও সত্যি। কারণ এই স্বীকারোক্তি খোদ কিং খানেরই। ‘বাজিগর’ শাহরুখ-কাজল জুটির প্রথম ছবি। শাহরুখ জানিয়েছেন, ছবিটি করার সময় কাজলের অভিনয় দক্ষতা সম্বন্ধে জানার জন্য তাকে ফোন করেন আমির খান। কারণ আমির কাজলের সঙ্গে অভিনয় করতে চেয়েছিলেন। তখন আমিরকে তিনি জানিয়েছিলেন, কাজল মোটেই ভাল অভিনেত্রী নন। শাহরুখের কথায়, আমি আমিরকে মেসেজ করেছিলাম কাজল খুবই খারাপ, কাজের প্রতি ওর কোনও ফোকাস নেই। তুমিও কাজলের সঙ্গে কাজ করতে পারবে না। কিন্তু সেদিন বিকালের মধ্যেই কাজলের পারফরম্যান্স দেখে তার প্রতি ধারণা বদলে যায় শাহরুখের। তিনি বলেন, ধারণা বদলানোর পর আমি সেদিন বিকালেই আমিরকে ফোন করে বলেছিলাম আমি জানি না এটা কীভাবে হলো, কিন্তু কাজল অনস্ক্রিন ম্যাজিক করতে পারে। এমনভাবেই সম্প্রতি মিডিয়ার সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন বলিউড বাদশা। শাহরুখ ও কাজলের আলাপ এভাবেই। তবে বন্ধুত্ব হতে একটু সময় লাগে। ‘বাজিগর’-এর সেট থেকেই পরে বন্ধুত্ব হয় তাদের মধ্যে। সেটে কাজলকে বেশি কথা বলতে দেখে রেগে যান শাহরুখ। তাকে চিৎকার করে ‘শাট আপ’ বলেন তিনি। আর সেখান থেকেই শুরু বন্ধুত্বের। সেই বন্ধুত্ব অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন আজও অটুট।