৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৬
নিজস্ব প্রতিবেদক::সিলেট নগরীর বৃহত্তম পশুর হাট ‘কাজিরবাজার’। দীর্ঘদিন ধরেই মালিকানা সংক্রান্ত জটিলতায় রয়েছে এ হাটটি। জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন উভয়েই এ হাটের মালিকানা দাবি করে আসছে। যদিও দীর্ঘদিন ধরেই এ হাট দখলে রয়েছে ব্যবসায়ী আফসর উদ্দিনের।
তবে তিন পুরুষের এই দখল অবশেষে ছাড়তে হচ্ছে আফসর উদ্দিনকে। গত বৃহস্পতিবার সুপ্রীম কোর্টের আপীল বিভাগ ২ মাসের মধ্যে হাটের মালিকানা জেলা প্রশাসককে হস্তান্তরের নির্দেশ প্রদান করেছেন।
বৃহস্পতিবার হাটটির মালিকানা নিয়ে সুপ্রীম কোর্ট দায়ের করা একটি রিটের প্রেক্ষিতে এ আদেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৩ সদস্যের একটি আপিল বেঞ্চ। রায়ে আরো বলা হয়েছে ২ মাসের মধ্যে হাটটির মালিকানা জেলা প্রশাসককে বুঝিয়ে না দিলে জেলা প্রশাসককে উদ্যোগী হয়ে অধিগ্রহণ করার আদেশ দেয়া হয়েছে।
রিটকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার আবদুল হালিম কাফি এ তথ্য জানান। তিনি বলেন, সুপ্রীম কোর্টের আপীল বিভাগের এ বেঞ্চ রিটকারী জগলুল হোসেনের আবেদনের প্রেক্ষিতে কাজিরবাজারের বার্ষিক আয় নির্ধারণ করে এর মালিকানা জেলা প্রশাসককে হস্তান্তরের আদেশ দেয়া হয়।
বৃহস্পতিবার আপীল বিভাগে শুনানীতে রিটকারী পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন ও অ্যাডভোকেট প্রবীর নিয়োগী। অপরদিকে রেসপন্ডেন্ট পক্ষে শুনানী করেন অ্যাডভোকেট আমিরুল ইসলাম ও অ্যাডভোকেট কামরুল ইসলাম।
এদিকে এখন পর্যন্ত রায়ের কপি হাতে পাননি বলে এ বিষয়ে কোন মন্তব্য করেননি সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, এ হাটটির মালিকানা নিয়ে সিটি কর্পোরেশনের একটি মামলা রয়েছে যার উপর উচ্চ আদালতের স্থগিতাদেশ ছিল। বৃহস্পতিবার এ হাটের মালিকানা নিয়ে উচ্চ আদালতে একটি রায় হয়েছে বলে জেনেছেন তিনি, তবে রায়ের কপি হাতে না পাওয়ায় তা নিয়ে কোন মন্তব্য করেননি সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা।
কাজিরবাজার পশুর হাট দীর্ঘদিন ধরেই আফসর উদ্দিনের নিয়ন্ত্রনে রয়েছে। এই রায়ের ব্যাপারে তিনি বলেন, আমার পরিবার তিন পুরুষ ধরেই এই হাটের নিয়ন্ত্রনে আছে। জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশন এই হাটের মালিকানা দাবি করা হচ্ছে।
আপীল বিভাগ হাটটি জেলা প্রশাসনকে বুঝিয়ে দিতে রায় দিয়েছেন বলে শুনেছেন জানিয়ে তিনি বলেন, যতক্ষণ না পর্যন্ত আদেশের কপিটি হাতে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত রায়ের ব্যাপারে কিছূ বলতে পারছি না।
তবে কত সাল থেকে হাটটি আফসর উদ্দিন পরিবারের দখলে আছে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি জেলা প্রশাসক, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কিংবা আফসর উদ্দিন নিজেও।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D