১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৩
কানাইঘাটে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে
৯৮ বান্ডিল (বান) ঢেউটিন বিতরণ
নিজস্ব প্রতিবেদক
কানাইঘাটে অসহায় দুঃস্থ পরিবারের মধ্যে ৯৮ বান্ডিল (বান) ঢেউটিন বিতরণ করা হয়েছে। ১২ আগষ্ট শনিবার ২০২২-২৩ অর্থ বছরের সংশোধিত উন্নয়ন বাজেটে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতের আওতায় কানাইঘাট উত্তর বাজারস্থ কামাল এন্ড ব্রার্দাস নামক ব্যবসা প্রতিষ্টানে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র লুতফুর রহমান, কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি জামাল উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা আওয়ামীলীগের সদস্য ইকবাল আহমদ, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান, কানাইঘাট এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী সোহানুর রহমান সুহাগ, কার্য সহকারী একরামুল হক, হিসাব সহকারী পংকজ বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল কুমার দাস প্রমুখ। জানা যায় প্রাকৃতিক দুর্যোগ এবং কোভিড-১৯ মোকাবেলায় সিলেট-৫ আসনের আওতাধীন কানাইঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের উন্নয়নে ৪০ লক্ষ টাকা বরাদ্ধ হয়। এতে মেসার্স জহিরুল ইসলাম এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্টান কানাইঘাটে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ৯৮ বান্ডিল এস আলম ৩২০ এমএম ষ্ঠীলের ঢেউটিন বিতরণের দায়িত্ব পায়। এরই অংশ হিসাবে প্রতি পরিবারকে ২ বান্ডিল (বান) ঢেউটিন প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D