৮ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৩
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাটের সাতবাঁক ইউনিয়নের ভবানীগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা হইতে বিকাল ৩টা পর্যন্ত ৫টি পদে ১৫২ জন ভোটারের মধ্যে ১৫০ জন ভোটার উৎসবমূখর পরিবেশে তাহাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে নির্বাচনী ফলাফলে সভাপতি পদে চশমা প্রতীক নিয়ে সাতবাঁক ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ব্যবসায়ী শাহজাহান আহমদ ১০৮ টি ভোটে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছাতা প্রতীক নিয়ে শফিকুল হক তোতা ৩৮টি ভোট পান। সহ-সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে ৭৮টি ভোট পেয়ে বিজয় লাভ করেন বদরুল হক।
সাধারন সম্পাদক পদে কলম প্রতীক নিয়ে ৮৪ ভোট পেয়ে বিজয় লাভ করেন সাতবাঁক ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী আশিকুর রহমান বুলবুল, কোষাধক্ষ্য পদে গোলাপ ফুল প্রতীক নিয়ে ৮০টি ভোটে বিজয় লাভ করেন তরিকুল ইসলাম। ৩টি ওয়ার্ডে সদস্য পদে বিজয় লাভ করেন মামুন রশিদ, জিয়াউল হক বাবলু, বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন আব্দুস সোবহান।
উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক ইউপি সদস্য শাব্বির আহমদ, সহকারী হিসাবে ছিলেন ইউপি সদস্য হারিছ উদ্দিন নোমানী, সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন মামুন। এডহক কমিটির দায়িত্ব পালন করেন মাস্টার আব্দুল মতিন, মাস্টার আবুল খায়ের, ইউপি সদস্য ফখর উদ্দিন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D