সিলেট ২০শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২১
শত বছরের গাছ কেটে সরকারী মাজার উজার
কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাটে ভুয়া কমিটির তান্ডবে উজার হতে চলছে সরকারী মাজারের শতবছরের গাছপালা। উপজেলার ইতিহাস ঐতিহ্যে ভরপুর সাতবাঁক ইউপি’র জুলাই পশ্চিম পীরনগর গ্রামের শাহ আতাউল্লা (র.) এর মাজারের এসব গাছ কেটে নেওয়া হচ্ছে। জানা যায় প্রায় ৬ একর জায়গা জুড়ে এ মাজারটি অবস্থিত। সরকারী মাজার হওয়ার সুবাদে একটি অসাধু চক্র কয়েক লক্ষ টাকার গাছ ইতিমধ্যে কেটে নিয়েছে। গতকাল রবিবার সরেজমিনে দেখা যায় বিশাল এ মাজার জুড়ে রয়েছে শত বছরের হাজারো বৃক্ষ। আর এসব বৃক্ষের উপর নজর পড়েছে একটি সংঘবদ্ধ অসাধু চক্রের। তারা ধীরে ধীরে শত বছরের এসব গাছ কৌশলে কেটে নিয়ে সাবাড় করছেন মাজার। যেসব গাছ কেটে নেওয়া হচ্ছে তার চিহু মুছে দিতে গাছের গুড়া অর্থাৎ মুড়ো পর্যন্ত উঠিয়ে নিচ্ছেন তারা। এ নিয়ে স্থানীয় এলাকাবাসীর পক্ষে পীরনগর গ্রামের আনিসুল হক বাদী হয়ে সিলেটের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে গণস্বাক্ষর সম্বলিত পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে দর্পনগর তহসীল অফিসের তসিলদার শাহাব উদ্দিন গত কয়েক দিন পুর্বে সরেজমিন পরিদর্শন করেন। এ ব্যপারে অভিযোগের বাদী আনিসুল হক জানান, মাজার কমিটির নামে অবৈধ ভাবে জুলাই পীরনগর গ্রামের মৃত আরজান আলী ছেলে ময়ুর আহমদ ও একই গ্রামের ফরিদ আহমদ, নিজাম উদ্দিন, আহমদ আলী ও সাতপারী গ্রামের কুটি মিয়ার পুত্র এবাদ মিয়া সহ একটি চক্র মাজার থেকে প্রায় অর্ধকোটি টাকার গাছ বিক্রি করে সমুহ টাকা আত্মসাত করেছেন। এমনকি তারা কবরস্থানের জায়গা থেকে মাটিও বিক্রি করেছেন। কিন্তু এসব টাকা তারা মাজারের উন্নয়নে ব্যায় না করে নিজেদের পকেট ভারী করেছেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd