সিলেট ১৮ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১
কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাটে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান জাকারিয়া খালেদ ও ওয়াহিদুল ইসলামের উপর হামলার প্রতিবাদে আমরা মুক্তিযোদ্ধা সন্তান কানাইঘাট উপজেলা শাখা নামক সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২ টায় কানাইঘাট উপজেলা গেইট সংলগ্ন সড়কের উপর এ কর্মসূচী পালন করা হয়। এ সময় সংগঠনের সভাপতি ইফতেখার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফয়ছল আহমদ, গিয়াস উদ্দিন, আজির উদ্দিন প্রমূখ। এদিকে সংগঠনের সহ-সভাপতি ফয়ছল আহমদ জানান বর্তমান সময়ে একের পর এক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা বিভিন্ন ভাবে আক্রান্ত হচ্ছেন। তিনি বলেন শুধু জাকারিয়া খালেদ ও ওয়াহিদুল ইসলামের উপর হামলা নয়। তারা মুক্তিযোদ্ধার সন্তানরা নানা সমস্যায় রয়েছেন। তিনি উল্লেখ করে বলেন বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী ছোটদেশ গ্রামের শফিকুন নেছার বসত বাড়ির একটি অংশ দখলে নিতে চাচ্ছেন একই গ্রামের পাশর্^বর্তী তাহির আলী ও বশির আহমদ গংরা। এমনকি তারা ঐ বিধবা মহিলার পরিবারের লোকজনকে যেখানে প্রতিনিয়ত জায়গা দখলে হুমকি দিচ্ছেন সেখানে উল্টো ঐ মুক্তিযোদ্ধার পরিবারের উপর তারা ৭ধারা মামলা দিয়ে হয়রানি করছেন। অবিলম্বে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান জাকারিয়া খালেদ ও ওয়াহিদুল ইসলামের উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি সহ বিধবা মহিলার পরিবারকে নিরাপদে বসবাস করার ব্যবস্থা করে দিতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd