সিলেট ১১ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০
আমিনুল ইসলাইম ,কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম’র অন্যত্র বদলী জনীত কারনে অফিসার্স ক্লাবের উদ্যোগে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বুধবার রাত ৮টায় উপজেলা সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার্স ক্লাবের সভাপতি সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলামের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, বিদায়ী সংবর্ধিত অতিথি থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমদ সরকার, উপজেলা প্রকৌশলী এ.কে.এম রিয়াজ মাহমুদ, থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার দাস। বক্তব্য রাখেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, পল্লীবিদ্যুৎ কানাইঘাট জোনাল অফিসের ডিজিএম শাহীন রেজা ফরাজী, থানার এস.আই স্বপন চন্দ্র সরকার, এএসআই পরিমল চন্দ।
বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে বিদায়ী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি বলেন, থানার বিদায়ী অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম একজন নিষ্ঠাবান, জনবান্ধব, কর্তব্য পরায়ন পুলিশ অফিসার ছিলেন। আইন শৃঙ্খলার উন্নয়ন ও পুলিশি সেবা জনগণের দূরগোড়ায় পৌঁছে দিতে তিনি অনেক প্রশংসনীয় কাজ করেছিলেন যা কানাইঘাটবাসী সব-সময় তার কথা স্মরণ রাখবে। একজন চৌকশ পুলিশ অফিসার হিসেবে চাঞ্চল্যকর ঘটনার অনেক আসামীদের গ্রেফতার করে পুলিশ প্রশাসনের সুনাম বয়ে এনেছেন। উপজেলা প্রশাসনের প্রতিটি অভিযানে বিদায়ী অফিসার ইনচার্জ আমাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন যা আমি সব-সময় মনে রাখব। একজন ভালো অফিসার হিসেবে তার অমায়িক ব্যবহার আমাদের সবাইকে মুগ্ধ করেছে। তার উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন নির্বাহী কর্মকর্তা।
বিদায়ী অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, ১৬ মাসের অধিক সময় কানাইঘাটে দায়িত্ব পালন করেছি। পুলিশি সেবা প্রদানে সর্বাত্মক চেষ্টা করেছি। আইন শৃঙ্খলার উন্নয়নে নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি সহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক মহল, জনপ্রতিনিধি, সাংবাদিক, সূধীজন আমাকে প্রতিটি কাজে সহযোগিতা করেছেন। কানাইঘাটের মানুষজন অনেক ভালো, এখানে চাকুরী করে সকলের ভালোবাসা পেয়েছি, যা আমি সব-সময় স্মরণে রাখবো। আমার মত একজন নগন্য পুলিশ অফিসারের বিদায় বেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে যে সম্মান দেখানো হয়েছে যা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেনো মানুষের সেবার মাধ্যমে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি।
অনুষ্ঠানের শেষে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী অফিসার ইনচার্জ শামসুদ্দোহাকে সম্মাননা ক্রেস্ট সহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি সহ অফিসার্স ক্লাবের নেতৃবৃন্দ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd