কানাইঘাট সীমান্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক উদ্ধার

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬

কানাইঘাট সীমান্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক উদ্ধার

কানাইঘাটের লোভাছড়া সীমান্ত এলাকায় ৪১ বিজিবি’র অভিযানে পরিত্যক্ত অবস্থায় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিষ্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা দ্রব্যাদির মধ্যে রয়েছে-৬ টি বিস্ফোরক, ৪ টি ফিউট এবং ২ ফুট লম্বা তার। বিষ্ফোরকগুলোর গায়ে NEOGEL-90 cmm Explosive cmm SBL Enargy Limited cmm India লেখা আছে।
৪১ বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,লোভাছড়া বিওপির নায়েক মোঃ কবীর হোসেনের নেতৃত্বে একটি টহল দল বিশেষ ভাবে নিয়োজিত সোর্সের তথ্যের ভিত্তিতে গত শনিবার সন্ধ্যায় কালিজুড়ী ব্রীজ নামক স্থানে পৌঁছালে বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে জনৈক ব্যক্তি একটি ব্যাগ ফেলে দৌড়ে গ্রামের মধ্যে পালিয়ে যায়। বিজিবি টহল দল ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভিতরে কাগজে মোড়ানো অবস্থায় এ সব বিস্ফোরক উদ্ধার করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত বিষ্ফোরকগুলো নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। পালিয়ে যাওয়া বিষ্ফোরক পাচারকারীকে সনাক্ত করে মামলা দায়ের ও তার সহযোগীদের বিষয়ে তথ্য সংগ্রহের প্রচেষ্টা চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল