২৯শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, জুন ২০, ২০২০
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বয়স্ক কোরআন শিক্ষা পরিষদ, সিলেটের প্রধান পৃষ্ঠপোষক বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফেরাত কামনায় বয়স্ক কোরআন শিক্ষা পরিষদ সিলেটের উদ্যোগে গত ১৯জুন শুক্রবার, বাদ মাগরিব শেখঘাটস্থ পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি মাওলানা আহমদ হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফটো সাংবাদিক মোঃ দুলাল হোসেনের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন মাবরুর ইবনে আহমদ। আলোচনায় অংশ নেন পরিষদের অন্যতম উপদেষ্টা আলহাজ্ব ক্বারী মাওলানা রফিকুল ইসলাম মুশতাক, সিলেট পৌরসভার প্রাক্তন কমিশনার আওয়ামীলীগ নেতা আজহার উদ্দিন জাহাঙ্গীর, পরিষদের কোষাধ্যক্ষ মাওলানা আহমদ আলী মিছির, নির্বাহী সদস্য রেদওয়ানুল করিম মাসুদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলী হোসেন, ক্বারী তোফায়েল আহমদ সবুজ, সোহেল আহমদ, জহিরুল হক, নাজিম উদ্দিন, বিলাল হোসেন, হোসেন আহমদ, মাবরুর ইবনে হোসাইন।
দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের কর্মময় জীবন সম্পর্কে আলোচনা করেন। সবশেষে মরহুম বদরউদ্দিন কামরান সহ করোনায় মৃত্যুবরণকারী সকলের রুহের মাগফেরাত ও মহামারী করোনায় আক্রান্ত সকলের সুস্থ্যতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব ক্বারী মাওলানা রফিকুল ইসলাম মুশতাক। বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D