৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৬
সংবাদ ডেস্ক: ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ মামলায় সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদল সিলেটের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান শাহীনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অবিলম্বে বিএনপি নেতা কামরুল হাসান শাহীন সহ মিথ্যা মামলায় কারান্তরীন সকল দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।
বুধবার (৯ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন- বর্তমান শাসকগোষ্ঠীর দুঃশাসনে দেশের মানুষ আজ বাকরুদ্ধ। অজানা আতংক ও নির্যাতন নিপীড়নে দেশবাসী এখন সর্বদায় ভীত-সন্ত্রস্ত।
ক্ষমতাসীন গোষ্ঠীর বুঝতে বাকী নেই যে, দেশে তাদের কোন জনপ্রিয়তা নেই। এই উপলব্ধি থেকেই নিজেদের অস্তিত্ব ঠিকিয়ে রাখতে বিরোধী দল সহ সাধারণ মানুষের উপর নির্যাতন-নিপীড়ন চালাতে গিয়ে এখন গণ দুশমনে পরিণত হয়েছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল।
“জনগণের অমোঘ শক্তির ভয়ে বিএনপির মত একটা বৃহৎ রাজনৈতিক দলকে শান্তিপূর্ণ সভা-সমাবেশেরও অনুমতি দেয়া হচ্ছেনা। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে দেশের মানুষ যখন ঐক্যবদ্ধ এবং প্রতিবাদী হয়ে উঠছে। ঠিক তখন জনদৃষ্টিকে অন্যত্র সরিয়ে দেয়ার জন্য সরকার নানা ধরনের ছল-চাতুরীর আশ্রয় গ্রহণ করছে। দেশ এখন দুঃশাসনের শৃঙ্খলে আবদ্ধ। সারাদেশের মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে দেয়া হয়েছে।”
কামরুল হাসান শাহীনকে কারাগারে প্রেরণ সরকারের ধারাবাহিক অপকর্মেরই অংশ বলে মন্তব্য করেন বিএনপির এ মহাসচিব।
তিনি অবিলম্বে কামরুল হাসান শাহীনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি করেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D