কামালবাজার স্যাটেলাইট দর্শক ফোরামের ঈদ-পুণর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্টিত

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৬

কামালবাজার স্যাটেলাইট দর্শক ফোরামের ঈদ-পুণর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্টিত

14459779_1078095182297364_1264659208_n২৪ সেপ্টেম্বর ২০১৬, শনিবার: কামালবাজার স্যাটেলাইট দর্শক ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা ২৩ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ টায় কামালবাজার বেটোয়ারমুখ এম শামিম আহমদের বাড়িতে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন এম শামিম আহমদ,প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন কামাল বাজার ক্যাবল নেটওয়ার্কের প্রতিষ্টাতা চেয়ারম্যান হোসেন আহমদ রুহুল,বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন তরুন ব্যবসায়ী সুমন চক্রবর্তী, কামালবাজার ক্যাবল নেটওয়ার্কের পরিচালক ফখরুল ইসলাম ও সাহেদ আহমদের পরিচালনায় সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মাওলানা আরিফ আহমদ । সভায় প্রধান অতিতির বক্তব্যে কামাল বাজার ক্যাবলনেটওয়ার্কের প্রতিষ্টাতা চেয়ারম্যান হোসেন আহমদ রুহুল বলেন স্যাটেলাইট বিনোদনের সেবার মান রক্ষা করে প্রতিভা বিকাশে এগিয়ে আসি। তিনি আরও বলেন ,বিনোদন আপনাদের সেবা আমাদের, তাই যথা সময় মাসিক বিল প্রধান করুন । পাশাপাশি উক্ত নেটওয়ার্কের আওতাধীন গ্রাহকগণ অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইন্টারনেটের সুবিধা পেতে যাচ্ছে।এতে উপস্থিত ছিলেন দুলাল মিয়া,রুহেল আহমদ,সুমন আহমদ,বনিক মিয়া,ফয়েজুল ইসলাম ফয়েজ,মো:কামাল হোসেন, ফরুল ইসলাম,নিজাম উদ্দিন, সামাদ আহমদ,পার্থ দে,জাহাঙ্গীর আলম,সাহিন প্রমূখ।বিঞ্জপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল