কিবরিয়া হত্যা মামলার আইনজীবীর মৃত্যু

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৬

কিবরিয়া হত্যা মামলার আইনজীবীর মৃত্যু

41হবিগঞ্জ প্রতিনিধি: সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার আইনজীবী ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর ভূইয়া বাবুল মৃত্যুবরণ করেছেন।

রোববার ভোর ৫টায় তিনি ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে আইনজীবী সমিতি, আওয়ামী পরিবারসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।

বিকেল ৪টায় জেলা জজ কোর্ট প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৭টায় নিজ গ্রাম বি.বাড়িয়া জেলার আখাউড়া উপজেলার তুলাইশিমুল গ্রামে তার দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

আলমগীর ভূইয়া বাবুল দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে ভোগছিলেন। তিনি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার হিসেবে কর্মজীবন শুরু করেন আলমগীর ভূইয়া বাবুল। পরে তিনি আইনজীবী হিসেবে জেলা বারে যোগদান করেন। এর পর থেকে বারের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলা পরিচালনা করেছেন।

তার মৃত্যুতে হবিগঞ্জ আদালতে ফুল কোর্ট রেফারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল