১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৬
হবিগঞ্জ প্রতিনিধি: সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার আইনজীবী ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর ভূইয়া বাবুল মৃত্যুবরণ করেছেন।
রোববার ভোর ৫টায় তিনি ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে আইনজীবী সমিতি, আওয়ামী পরিবারসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।
বিকেল ৪টায় জেলা জজ কোর্ট প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৭টায় নিজ গ্রাম বি.বাড়িয়া জেলার আখাউড়া উপজেলার তুলাইশিমুল গ্রামে তার দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
আলমগীর ভূইয়া বাবুল দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে ভোগছিলেন। তিনি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার হিসেবে কর্মজীবন শুরু করেন আলমগীর ভূইয়া বাবুল। পরে তিনি আইনজীবী হিসেবে জেলা বারে যোগদান করেন। এর পর থেকে বারের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলা পরিচালনা করেছেন।
তার মৃত্যুতে হবিগঞ্জ আদালতে ফুল কোর্ট রেফারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D