কুপারের সঙ্গে স্নানের ছবি শেয়ার করলেন ইরিনা!

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৬

কুপারের সঙ্গে স্নানের ছবি শেয়ার করলেন ইরিনা!

25প্রেমিক বদলে যায়, কিন্তু বদলায় না সুইমস্যুট! মডেল ইরিনা শায়েকের ক্ষেত্রে অন্তত এমনটাই সত্যি।  কেন জানেন?

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি বোল্ড ছবি পোস্ট করেছেন ইরিনা। যেখানে দেখা যাচ্ছে, তাঁর বর্তমান প্রেমিক ব্র্যাডলি কুপারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্নান করছেন তিনি। পরনে রয়েছে একটি নীল সুইমস্যুট। ছবিটি দেখেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই বলছেন, এর আগে রোনাল্ডোর সঙ্গেও নাকি এই পোশাকেই স্নান করতেন ইরিনা। সে সময় নিজেদের ঘনিষ্ঠ ছবিও শেয়ার করেছিলেন তিনি। আর এখন কুপারের সঙ্গেও একই পোশাকে স্নান করছেন! ব্যাপারটা কিছু বুঝলেন?

ইরিনার শেয়ার করা সেই ছবি।— ইনস্টাগ্রামের সৌজন্যে।