সিলেট ২৬শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় হাজীপুর ইউনিয়নে বিজিবির গুলিতে বদরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। বিজিবির দাবি, নিহত যুবক চোরাকারবারির সাথে জড়িত ছিলেন। বৃহস্পতিবার ৩০ জুলাই ভোররাতে হাজীপুর ইউনিয়নে শুকনাবি গ্রামে মনুনদীর চরে এ ঘটনা ঘটে।
বিজিবির গুলিতে ঘটনাস্থলেই বদরুল নিহত হয়। সে হাজীপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের শাহ আত্তর আলীর ছেলে।
৪৬ বিজিবি আলীনগর বিজিবি ক্যাম্পের কোম্পানি কামান্ডার সুবেদার মোঃ আব্দুল কাদির বলেন, ভারতীয় নাসির বিড়ি নৌকা বোঝাই করে মনু নদী পারাপারের সময় বিজিবি বাঁশি বাজালে চোরাকারবারিরা পালিয়ে যায়।
বিজিবি সদস্যরা যখন বিড়ি একত্র করছিলো তখনই চোরাকারবারিরা ৩০/৩৫ জন সংঘবদ্ধ হয়ে ২টি বিড়ির বস্তা ছিনিয়ে নেয়। পরে দা দিয়ে হামলা চালায়। তখন বিজিবির এক সৈনিক গুলি করে। ঘটনাস্থল থেকে ২ লাখ নাসির বিড়ি উদ্ধার করা হয়েছে।
এদিকে স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান হেলাল বলেন, নিহত বদরুল কানিহাটি বহুমুখি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে গত বছর এএসসি পরীক্ষায় উর্ত্তীণ হয়েছে। করোনা ভাইরাসের কারণে হয়তো কেউ তাকে চোরাচালান কাজে ব্যবহার করেছে ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
প্রধান সম্পাদক : আব্দুল লতিফ নুতন
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd