২৮শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, জুন ৮, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার
মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে নীলা বেগম (১৫) নামক এক স্কুল ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। রোববার(৭ জুন) বিকেলে এ ঘটনাটি ঘটে। সে বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের ৮ম শ্রেণির ছাত্রী।
নিহতের পরিবারের লোকজন জানান, ইসলামাবাদ গ্রামের জালাল মিয়ার স্কুল পড়ুয়া মেয়ে নীলা বেগমের সাথে একই গ্রামের মতছির আলীর পুত্র ২ সন্তানের বাবা আলম মিয়ার অসম প্রেমের সম্পর্ক চলছিলো।
প্রেমিক আলম মিয়া রোববার বিকাল ৪ টায় নীলা বেগমের বাড়িতে আসেন। এসময় তাদের মধ্যে বিয়ে ব্যাপারে কথা হয়। আলম নীলা বেগমের বিয়ের প্রস্তাব প্রত্যাখান করেন। আলম মিয়া বাড়ি থেকে বেরিয়ে যাবার পর নীলা বেগম বমি শুরু করেন।
পরিবারের লোকজন তাকে দ্রুত কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রাতে খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। এসআই আবুল বাশার জানান, প্রেমঘটিত কারণেই নীলার মৃত্যু হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনাচার্জ ইয়ারদৌস হাসান জানান, আপাতত অপমৃত্যু মামলা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মেয়েটির বাবার অভিযোগ গ্রহণ করে আইনতগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D