সিলেট ৪ঠা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৯
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কুলাউড়া রেলওয়ে জংশনে রাত্রি যাপনের শতবর্ষ পূর্তি উপলক্ষে আজ সোমবার কুলাউড়ায় সর্বস্তরের মানুষের উৎসাহ উদ্দীপনায় ‘রবিরাগ’ নামে দিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘রবিরাগের’ অনুষ্ঠানের প্রথম পর্বে সকাল সাড়ে নয়টায় রেল স্টেশন চত্বরে স্মারক স্তম্ভের উদ্বোধন, সকাল ১০ টায় স্বাধীনতা সৌধ চত্বরে জাতীয় পতাকা ও উৎসব পতাকা উত্তোলন, সাড়ে দশটায় শোভাযাত্রা, সাড়ে ১১টায় আহ্বায়কের স্বাগত বক্তব্য, বেলা ১১টা ৪০মিনিটে নেতৃবৃন্দের শুভেচ্ছা বক্তব্য, বেলা ১ টায় চিত্রাংকন প্রতিযোগিতা, বেলা দেড়টায় আবৃত্তি, বেলা আড়াইটায় প্রবন্ধ উপস্থাপন। ‘রবিরাগ’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক অর্থমন্ত্রী ও সিলেটে রবীন্দ্রনাথ শতবর্ষ স্মরণোৎসব এর আহ্বায়ক আবুল মাল আবদুল মুহিত উপস্থিত থাকবেন বলে রবীন্দ্রনাথ ঠাকুরের কুলাউড়ায় আগমনের শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক সাবেক সচিব এম আব্দুর রউফ জানিয়েছেন। মূল প্রবন্ধ ‘রবীন্দ্র সাহিত্যে সিলেটের ব্যক্তিঅস্মিতার প্রভাব’ উপস্থাপন করবেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক প্রফেসর নৃপেন্দ্রলাল দাশ। আলোচনায় অংশগ্রহণ করবেন রবীন্দ্র সংগীত গবেষক অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা, অধ্যক্ষ (অব:) ড. আবুল ফতেহ ফাত্তাহ, বিশিষ্ট শিক্ষাবিদ শাবির সহযোগী অধ্যাপক ড. জফির সেতু, ঢাকা বিশ^বিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক আজিজুর রহমান তুহিন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব ও বিশিষ্ট গীতিকার ও উদীচী সিলেট এর সভাপতি এনায়েত হাসান মানিক। অনুষ্ঠানে একক রবীন্দ্র সংগীত পরিবেশন করবেন অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা। অনুষ্ঠান পরিচালনা করবেন বিশিষ্ট আবৃত্তিকার রুপা চক্রবর্তী।
৬৩৮২/১১০৪১৯
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd