সিলেট ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৬
মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় আশুতোষ দেব (৫০) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি কুলাউড়া পৌর এলাকার মাগুরার মৃত দ্বীনেশ দেবের ছেলে এবং একই উপজেলার ভাটেরা স্কুল এন্ড কলেজের রসায়ন বিভাগের প্রভাষক। এছাড়াও তিনি কুলাউড়া শহরের মাগুরাস্থ আখরা পরিচালনা কমিঠির সভাপতি এবং শহরের উত্তরবাজারের জনতা ফার্মেসীর সত্বাধিকারী।
এ দুর্ঘটনায় মোটর সাইকেল আরহী অপরজন একই কলেজের ক্লার্ক ফজির আলী(৪০) গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩ আগস্ট বুধবার বেলা ৩টার দিকে উপজেলার কুলাউড়া-ব্রাহ্মণবাজার সড়কের কাপুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় কুলাউড়া শহরমুখি প্রভাষক আশুতোষের মোটরসাইকেলটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল চালক ও ১জন আরহী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্তানান্তর করেন। পরে ঐ দিন বিকেলে ওসমানী হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সেখানে আশুতোষ দেব মারা যান।
মৃত্যুর বিষয়টি তার পারিবারিক ভাবে নিশ্চিত করা হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd