৩রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জুন ১১, ২০১৬
বড় বড় কৃষককেও করের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ শনিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আয়োজিত জাতীয় বাজেট ২০১৬-১৭ পর্যালোচনা : প্রেক্ষিত বাংলাদেশের কৃষি শীর্ষক আলোচনা সভায় অর্থমন্ত্রী এ কথা বলেন। কৃষি অর্থনীতিবিদ সমিতি এ আলোচনা সভার আয়োজন করে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘কৃষি ভর্তুকি কৃষকদের কাজে আসে না। তাই ভর্তুকি প্রকৃত কৃষকরা যাতে পায়, সে বিষয়ে আরো নজরদারি বাড়াতে হবে।’বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘খাদ্য আমদানি বন্ধ করতে হবে।’চলতি অর্থবছরে চাল আমদানির ওপর যে শুল্ক আরোপ করা হয়েছে, তাতে চাল আমদানি বন্ধ হবে বলেও জানান অর্থমন্ত্রী। অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, ‘কৃষকরা দেশের অর্থনীতিতে অবদান রাখছে কিন্তু কৃষকরাই ন্যায্যমূল্য পাচ্ছে না।’
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D