কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের চার দফা দাবিতে ২য় দিনে ক্লাস বর্জন ও বিক্ষোভ

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, মে ৪, ২০১৬

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের চার দফা দাবিতে ২য় দিনে ক্লাস বর্জন ও বিক্ষোভ

IMGসিলেটের কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউট এর শিক্ষার্থীরা চার দফা দাবিতে মঙ্গলবার মানব বন্ধন ও সিলেট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের পর ২য় দিন আজ বুধবার সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা ইনষ্টিটিউট উপস্থিত হয়ে ক্লাস বর্জন করেন এবং ক্যাম্পাসে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইনষ্টিটিউটের শিক্ষা ব্যবস্থায় রয়েছে বিভিন্ন সমস্যা। কোর্স সম্পন্ন করার পর নেই কোনো উচ্চ শিক্ষার ব্যবস্থা। তাই এই জর্জরিত শিক্ষা ব্যবস্থা থেকে মুক্তি চায়। আর শিক্ষার্থীদের এই দাবী মেনে না নিলে কঠোর আন্দোলনে অংশ নেবেন বলে বক্তারা বলেন।
কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ সিলেটের সভাপতি ও কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হোসেন’র সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আমীর হামজার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখে কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান।
বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন সৌরভ, কাশেম, ইয়াহিয়া, এনামুল, আজিজুর, জাহিদুল, মিজান, সাথী, কেয়া, স্বর্ণা, পারমিতা, নোমান, আমিনুল, আজহারুল, নুরুল আমিন, মায়রুফ আহমেদ, অনামিকা, মুহিবুর সহ কৃষি ডিপ্লোমা ইনষ্টিটিউিটের সকল ছাত্র ছাত্রীবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল