৮ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২২
সিলনিউজ বিডি ডেস্ক :: বঙ্গবন্ধু সৈনিক লীগের নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগ সিলেট জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তান মো: বশির আহমদ ও সাধারন সম্পাদক মো: আক্তার হোসেনের নেতৃত্বে ২৩ নভেম্বর বুধবার বিকেলে সিলেটে আনন্দ মিছিল অনুষ্টিত হয়।
মিছিলটি আম্বরখানা পয়েন্ট থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চৌহাট্টা শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত এক সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন মঈন, বঙ্গবন্ধু সৈনিক লীগ সিলেট জেলার সিনিয়র সহ-সভাপতি তুহিন চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক টিপু চৌধুরী, বঙ্গবন্ধু সৈনিক লীগ সিলেট মহানগরের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মামুন চৌধুরী, সহ সভাপতি আলী হোসেন খান রাসেল, সাংস্কৃতিক সম্পাদক কৃতেশ কুমার বৈদ্য, উপস্থিত ছিলেন কৃষক লীগ নেতা আলহাজ্ব খালেদ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, প্রতিষ্ঠার ২৭ বছর পর জাতীয় সম্মেলনের মাধ্যমে বঙ্গবন্ধু সৈনিক লীগের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান মো. হারুন-উর-রশীদ সিআইপি এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক ছাত্রনেতা তামজদি বীন রহমান তূর্য। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শহিদুর রহমান, এ এস এম সামসুজ্জোহা, এম এ কাশেম, মো. শাহ আলম, অ্যাডভোকেট শওকত আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এম এ ইলাহী শিমুল ও শাহ রেজাউল মাহমুদ।
গত ১৮ নভেম্বর শক্রবার কৃষিবিদ ইনস্টিটিউটে সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শিরিন আহমেদ এমপি। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবাহান গোলাপ এমপি ও সংগঠনের নব নির্বাচিত সভাপতি হারুন-উর-রশীদ সিআইপি সহ সারা দেশের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D