১৩ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২২
কেন্দ্রীয় কমিটির অনুমোদন পেল ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডা’
জুমা কবীর মীম
কেন্দ্রীয় কমিটির অনুমোদন পেল ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডা’। এক প্রেস বিজ্ঞপ্তিতে ড. হুমায়ুন কবিরকে সভাপতি ও শেখ জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে এর অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে। ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডা’ ২০১৯ সালের ৫ই সেপ্টেম্বর ফেডারেল আইনানুযায়ী অলাভজনক সংগঠন হিসেবে নিবন্ধিত হয়ে কার্যক্রম সূচনা করে।
প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড করে আসছে। পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বের স্পর্শে উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ সরকারের পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণ মূলক কর্মকাণ্ড প্রবাসীদের কাছে প্রচার করে যাচ্ছে।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার এই সকল কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ এর কেন্দ্রীয় কমিটি ড. হুমায়ুন কবিরকে সভাপতি ও শেখ জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন প্রদান করে। এই কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী সিলেট শাহজালাল কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আব্দুল আউয়াল, বিশিষ্ট শিক্ষাবিদ সেরিডান কলেজের অধ্যাপক ড. মোজাম্মেল খান, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত মুক্তিযুদ্ধের গবেষক ও বিশিষ্ট লেখক তাজুল মোহাম্মদ ও বঙ্গবন্ধু পরিষদ কানাডার সভাপতি আমিন মিয়া।
উল্লেখ্য, ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’-এর নাম ব্যবহার করে কিছু কুচক্রী মহল দেশে ও বিদেশে কমিটি বাণিজ্য ও সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী যে কর্মকাণ্ড করে যাচ্ছে সে বিষয়ে কেন্দ্রীয় কমিটি অবহিত রয়েছে। তাই কেন্দ্রীয় কমিটি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রবাসী সংগঠনকে অনুমোদন প্রদান করে বিদেশে অবস্থিত সকল বাংলাদেশি মিশনে অনুমোদন সংক্রান্ত অবহিতকরণ পত্র প্রেরণ করে। যাতে করে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে কোন অসাধু ব্যক্তি বা গোষ্ঠী সুবিধা নিতে না পারে। তাই বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার অনুমোদন প্রদান সাপেক্ষে অবহিতপত্রও প্রেরণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D