কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বৈশাখের অনুষ্ঠান, উপস্থিত থাকবেন খালেদা জিয়া

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৬

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বৈশাখের অনুষ্ঠান, উপস্থিত থাকবেন খালেদা জিয়া

downloadop (1)অন্যবারের ন্যায় এ বছরও পহেলা বৈশাখের দিন নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপির অঙ্গ সংগঠন জাসাস।

কাল বৃহস্পতিবার  অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক পধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

জাসাস সভাপতি আবদুল মালেক জানান, কাল বৃহস্পতিবার দুপুর ২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। ইতোমধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া উপস্থিত থাকবেন।

তিনি বলেন, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান করার অনুমতি চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট লিখিত আবেদন করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই অনুমতি পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফেসবুকে সিলেটের দিনকাল