কেন্দ্রীয় ছাত্রদল নেতা নাচনকে থানা হস্তান্তর: জেলা ও মহানগর ছাত্রদলের নিন্দা

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৬

কেন্দ্রীয় ছাত্রদল নেতা নাচনকে থানা হস্তান্তর: জেলা ও মহানগর ছাত্রদলের নিন্দা

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ- সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচনকে আইনশৃঙ্খলাবাহিনী অন্যায় ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ লোকমান।
১১ ডিসেম্বর রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, দেশব্যাপী বিরোধী দলের নেতা কর্মীদের উপর নির্যাতন নীপিড়ন চালিয়ে যাচ্ছে অবৈধ আওয়ামী সরকার। আওয়ামী বাহিনী নির্যানত চালিয়ে অবৈধ ভাবে ক্ষমতা ধরে রাখতে চায়। নেতৃবৃন্দ কেন্দ্রীয় ছাত্রদল নেতা রেজাউল করিম নাচন সহ কারাগারে আটক সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।

উল্লেখ্য: ১১ ডিসেম্বর রোববার সিলেট নগরীর বিভাগীয় স্টেডিয়াম এলাকা থেকে র‌্যাব-৯’র একটি টিম রেজাউল করিম নাচনকে গ্রেফতার করে। পরে সন্ধ্যার দিকে কতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল